ডেক্স রিপোর্ট
চট্টগ্রাম পাহাড়তলী থানার ক্যাশিয়ার পরিচয় দিয়ে ফুটপাত থেকে শুরু করে দোকান ও মিলকারখানা গাড়ির কাউন্টার থেকে অবৈধভাবে চাঁদা আদায় করতেছে মাসুদ নামে এই ব্যক্তি । ২০ রমজানে সাগরিকা বিটেক বাজারে চাঁদা আদায় করার সময় অনলাইন তালাশ এর সম্পাদকের চোখের সামনে পরে প্রথমে জিজ্ঞেস করা হলো দোকানদার থেকে আপনি সকাল বেলায় ১০০ টাকা কেন দিয়েছেন দোকানদার বলতেছে উনি পাহাড়তলী থানার ক্যাশিয়ার উনি প্রতিদিন আমার থেকে ১০০ টাকা নিয়ে যাই কেশিয়ার পরিচয় কারী মাসুদ থেকে জানতে চাইলে আপনি পাবলিক আপনি কেন থানার ক্যাশিয়ার পরিচয় দিচ্ছেন আপনি কিসের টাকা তুলতেছেন মাসুদ, সম্পাদক কে বলে আমি থানার লোক আমি থানার টাকা তুলতেছি আপনি কে উনাকে যখন PRESS পরিচয় দেওয়া হয় চুপেচাপে সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে পাহাড়তলী থানা এলাকায় বিভিন্ন অলি গলিতে তদন্ত করে দেখা যায় পাহাড়তলী থানার কেশিয়ার মাসুদ নামে সেই লোকটি প্রতিদিন চাঁদা আদায় করে সাগরিকা গরু বাজারের সামনে ফুটপাতে তেলের দোকান থেকে প্রতি মাসে ১১০০০ টাকা করে চাঁদা আদায় করে এশিয়ার মাসুদ সাগরিকা স্টেডিয়াম এলাকা রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং করলে ১২ ঘণ্টা সময়ের জন্য ১০০ টাকা দিতে হয় ক্যাশিয়ার মাসুদের হাতে । সাগরিকা শিল্প এলাকায় গার্মেন্টসের আশেপাশে বিকাল বেলা ফুটপাতে দোকান কেশিয়ার মাসুদের হাতে দিতে হয় ২০০ থেকে ২৫০ টাকা । পাহাড়তলী থানার পুলিশ কর্মকর্তাদের থেকে জানতে চাইলে আপনাদের মাসুদ নামে কোন ক্যাশিয়ার আছে কিনা পুলিশ বলে আমাদের থানার পাবলিক কোনো ক্যাশিয়ার নাই ।