স্বাধীন দেশটা ছাত্র-ছাত্রীর মায়ের,
ডুকরে উঠা কান্না।
স্বাধীন দেশটা ছাত্র-ছাত্রীর বাবার,
হীরা চুনি পান্না।
স্বাধীন দেশটা ছাত্র-ছাত্রীর দাদা-দাদী নাতি হারানো দুখ।
স্বাধীন দেশটা ছাত্র-ছাত্রীর বোনের কষ্টে ভরা মুখ।
স্বাধীন দেশটা মুক্ত ছাত্র-ছাত্রীদের
রক্তে ভেজা ঘাস।
স্বাধীন দেশটা স্বজন হারানোর
উর্বর শক্তির আশ্বাস।
স্বাধীন দেশটা আমরা সবার,
স্বপ্নের সুখের উল্লাস।
স্বাধীন দেশটা কোন অপশক্তি
করে না যেন গ্রাস,,,