ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ
রংপুর অফিস,রংপুরে জাতীয় পার্টির আয়োজনে সংরক্ষণ ও গণতন্ত্র রক্ষা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ আছর সেন্ট্রাল রোডস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস,এম ইয়াসির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য জাতীয় পার্টির যুগ্মা মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আদ্বুর রাজ্জাক।
জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ- সভাপতি মোঃ জাহেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম।
অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় পার্টির রংপুর জেলা মহানগর এবং সকল অঙ্গ – সহযোগী সংগঠনের এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।