1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বম ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সেনাবাহিনীর সহযোগীতা মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে পরীক্ষামূলক সি ট্রাক চালু পর্নোগ্রাফি মামলায় জয়পুরহাট আ”লীগ নেতার ছেলে গ্রেপ্তার আমিরাতে কূটনীতিক ও প্রবাসীদের বাংলাদেশিদের নিয়ে মহান স্বধীনতা দিবস উদযাপন ফিলিপনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ গ্রেফতার জামালপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুরে বিএনপি’র সংবাদ সম্মেলন মিঠাপুকুরে শিশুদের সার্বিক কল্যানে প্রাক্তন সফল নিবন্ধিত যুবাদের করনীয় বিষয়ক আলোচনা সভা মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে:রফিকুল ও ফাতিমা

শুঁকুন উদ্ধার রংপুরে বিশাল আকৃতির একটি হিমালয়ী গৃধিনী জাতের শুঁকুন উদ্ধার করা হয়েছে 

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

শুঁকুন উদ্ধার রংপুরে বিশাল আকৃতির একটি হিমালয়ী গৃধিনী জাতের শুঁকুন উদ্ধার করা হয়েছে।  রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগরের একটি গাছে আটকে থাকা অবস্থায় শুকনটি উদ্ধার করা হয়।

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের এক সদস্য জানান, দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে শুঁকুনটি বিশ্রামের জন্য গাছে এসে আটকা পড়ে।

প্রতি বছর শীতকালে হিমালয়ী গৃধিনী এই জাতের শুঁকুন বাংলাদেশের সমতল ভুমিতে আসে।

রংপুর প্রাণিম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জানান, দীর্ঘ পথ ভ্রমণে অনেক শুঁকুন অসুস্থ হয়ে উড়ার শক্তি হারিয়ে ফেলে।

বিশাল আকৃতির এই শুঁকুনটি ক্লান্ত হয়ে লোকালয়ে বিচারণ করলে স্থানীয়রা উদ্ধার করে।

পরে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্মেক রেসকিউ টিম ইন বাংলাদেশ টিমের নজরে আসে।

তারা উদ্ধার করে পরদিন নিয়ে আসেন রংপুর নগরীর কারমাইকেল কলেজ মাঠে। পরে শনিবার সকালে রংপুরের কারমাইকেল কলেজে বিশাল আকৃতির শুঁকুনটি দেখতে উৎসব জনতা ভিড় করে।

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্মেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য নুর হাসান সোহেল জানান, আমরা প্রথমে স্থানীয়দের মধ্যেমে জানতে পারি পাখিটি লোকালয়ে নামলে কয়েকজন তাকে ধরে ফেলে।

এরপর তারা কি করবে বঝে উঠতে না পারায় আমাদেরকে জানা।

আমরা উতা ক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছে শুকুনটিকে উদ্ধার করি।

ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রসকিউ টিম ইন বাংলাদেশ রংপুরের অর্থ সম্পাদক লিজেন আহমেদ প্রান্ত জানান, হিমালয়ী গৃধিনী শুঁকুনটি কিছুটা অসুস্থ। পরিচর্যায় জন্য দিনাজপুর সিংগ রেসকিউ সেন্টারে হন্তান্তার করা হবে।

শুঁকুনটি লম্বায় প্রায় ৭ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি।

প্রতি শীতে বাংলাদেশের সীমানায় দেখা যায়। ২০ ১৪ সাল থেকে হিমালয় গৃধিনী নিয়ে সরকারের বন অধিদপ্তর আর বেসরকারি সংস্থা আইইউসিএন কাজ করছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com