চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন ও জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে দিবসের সূচনা, স্থানীয় কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ডিপ্লোম্যাসি চাকমা, ওসি ইমরান আল হোসাইন, মুক্তিযোদ্ধা কমন্ডার জাফর আলী হিরু, প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীগন ।