রিপোর্ট-তাহমিদ খান
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার উদ্যোগে স্থানীয় আলীয়া মাদ্রাসা মিলনায়তনে উপজেলা জামায়াতের আমীর নুরুল কবিরের সভাপতিত্বে সেক্রেটারি আনোয়ার উল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি জনাব আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বকর। বক্তব্য রাখেন মাওলানা নিজাম উদ্দীন, শিহাব উদ্দিন, সাকিব প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে জাতীয় ঐক্য সময়ের অপরিহার্য দাবী। ভারতীয় আগ্ৰাসনবিরোধী চেতনা লালন করে জামায়াতে ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করতে হবে।