রিপোর্ট-তাহমিদ খান
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সদস্য শাহাদাত হোসেন শাকিল এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিরসরাইতে মানববন্ধন করে মিরসরাই বৈষম্য বিরোধী ছাত্ররা।
ছাত্ররা জানাই গতকাল রাত সাতটা ত্রিশ মিনিটের সময় টিউশনি থেকে বাসায় ফিরার পথে নোয়াখালী বিজ্ঞান ও পযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র শাহাদাত হোসেন শাকিল এর উপর আতঙ্কিতভাবে হামলা করে সন্ত্রাসীরা।
আজকের মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সদস্য তাহমিদ খান, হিমেল,তানভির,সাইফুল হাওলাদার,ছাত্ররা বলে, যদি কেউ মনে করে ছাত্ররা ঘুমিয়ে পড়েছে তাহলে তারা ভুল ভাবছে, ছাত্ররা ঘুমিয়ে পড়েনি ছাত্ররা এখনো জেগে আছে,ছাত্ররা আরও বলে,২৪এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট এর পতনের পর নতুন একশক্তি ফ্যাসিস্ট এর জাইগাটি দখল করার জন্য উঠেপড়ে লেগেছে তবে ছাত্ররা যতদিন আছে ফ্যাসিস্টদের আগের জাইগাই ফিরতে দিবেনা,শেষ পর্যায়ে ছাত্ররা বলে ছাত্রদের মত সাধারণ মানুষদেরকেও সন্ত্রাস ও চাদাবাজদের প্রতিহত করতে, তা না হলে ২৪ এর গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে।