রিপোর্টার মোঃ আলমগীর হোসেন
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।গত বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে সোনারগায়েঁর মেঘনা ব্রিজে এই ঘটনা ঘটে।
নিহত যুবক আশরাফুল আলম (১৭) হলেন, মুন্সিগঞ্জের গজারিয়া থানার মো.আলম শেখের ছেলে, ও একই এলাকার অসিম (১৮) সেলিম মিয়ার ছেলে ।
এই বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, মেঘনা ব্রিজের মাঝামাঝি স্থানে সড়ক দুর্ঘটনায় ২জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তবে কিভাবে দুর্ঘটনা ঘটে সেই বিষয়ে এখনো জানা যায় নি। লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।