রিপোর্ট-তাহমিদ খান
মিরসরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও নোয়াখালী বিজ্ঞান ও পযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র শাহাদাত হোসেন শাকিলের উপর স'ন্ত্রাসী হা'মলা চালায় যুবদল নেতা ও স'ন্ত্রাসী কামরুলের ৪ সহযোগী রিয়াজ,ফরিদ,বাবুল ও আলাউদ্দিন, হাম'লায় শাকিলকে আহত করে এবং মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়,
জানা গেছে এই ৪ হাম'লাকারীর বিরুদ্ধে মা'মলা করা হয়েছে,
স্বৈরা'চারী হাসিনার পতনের পর থেকেই দেশে কিছু অশুভ শক্তিরা বিভিন্ন জায়গায় মানুষকে বিভিন্ন ভাবে হা'মলা, হয়রানি করে আসছে,এই হয়রানি থেকে বাদ যায়নি আমাদের মিরসরাই বাসি ও, নিত্যদিন তারা ত্রা'সের রাজত্ব কায়েম করতে ব্যতিব্যস্ত হয়ে আছে মিরসরাইয়ে, কিছুদিন আগেও জামায়াতের এক সভায় গিয়ে বাধা প্রদান করে এই স'ন্ত্রাসীদের থেকে অনুমতি না নেওয়ার অজুহাতে,একটি স্বাধীন গনতান্ত্রিক দেশে কোন আইনে একটি ক্ষমতাহীন দলের স'ন্ত্রাসীদের থেকে সভার অনুমতি নেওয়া লাগবে এ নিয়ে জনমনে প্রশ্ন উঠে!!
স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিচ্ছন্ন রাজনীতিকে ধুলোয় মিশিয়ে নোংরা করে যাচ্ছে এধরণের কিছু নিকৃষ্ট পাতিনেতা ও কর্মীরা।