সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে মহাসড়কে প্রতিনিয়ত বেড়ে চলেছে চুরি,ডাকাতি,ছিনতাইয়ের ঘটনা।সীতাকুণ্ড আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই সব ঘটনার হোতাদের একের পর এক ধরলেও থামানো যাচ্ছে না চুরি,ডাকাতি এবং ছিনতাই।
এই সব ঘটনা ঘটে সবচেয়ে বেশি, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি, ছোট কুমিরা,বাশঁবাড়ীয়া,বাড়বকুণ্ড,শেখ-পাড়া,টেরিয়ারসহ কয়েকটি এলাকায় বা হাইওয়ে মহাসড়কে।এই সব চুরি,ডাকাতি,ছিনতাইয়ে সাধারণ জণগণ এবং বিভিন্ন গাড়ি চালকদের মনে আতঙ্ক বিরাজ করছে।এছাড়াও প্রতিনিয়ত চুরি,ডাকাতি,
ছিনতাই হচ্ছে।ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে মহাসড়কে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের পন্যবাহী গাড়ি এবং ঢাকা-চট্রগ্রামগামী বড় বড় বাস টার্গেট করে।সীতাকুণ্ডের এই ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে মহাসড়ক বাংলাদেশের একমাত্র আমদানি,
রপ্তানি বাণিজ্য এবং পূন্য পরিবহনের গুরুত্বপূর্ণ রাস্তা।এই গুরুত্বপূর্ণ রাস্তায় প্রতিনিয়ত চুরি,ডাকাতি,ছিনতাইকারীদের আদিপ্রত্য দিন দিন বেড়ে চলেছে। ঢাকা-চট্রগ্রামগামী বিভিন্ন গাড়ি থেকে চুরি,ডাকাতি,
ছিনতাইয়ের পাশাপাশি গাড়ী চালকরা বিশ্রামের সময় বিভিন্ন প্রয়োনীয় গাড়ির কাগজপত্র চুরি করা হচ্ছে। এছাড়াও যাত্রীর ছদ্রবেশ ধরে গাড়ীর ড্রাইভার এবং সুপারভাইজাদের অস্ত্র ধরে জিম্মি করে সব কিছু ছিনতাই করে ডাকাত সদস্যরা।
জানা যায়,গত ৯ ডিসেম্বর ভুক্তভোগী নুরুজ্জামান টাংঙ্গাল থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে সীতাকুণ্ড পৌরসভার পন্ত্রিছিলা এলাকায় অতিক্রমের সময় কিছু ব্যক্তি তাদের লক্ষ্য করে ইট পাটকেল চুড়ে মারে।
পরে তারা গাড়ি থেকে নামলে ডাকাতদলের সদস্যরা তাদের অস্ত্র মুখে জিম্মি করে তাদের হাতে থাকা মোবাইল ফোন,
টাকা ছিনিয়ে নেন।পরে তাদের চিৎকার শুনে হাইওয়ে মহাসড়কে দায়িত্বরত টহল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
ডাকাতদল পুলিশ সদস্যদের উপস্তিতি টের পেলে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে,তাদের ছোড়া গুলিতে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়,
পরে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয় এবং চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকালে তিনি মৃত্যু বরণ করেন।
অন্যদিকে,
গত শুক্রবার ( ১৩ ডিসেম্বর) রাত ৮ টার মুন্না ও কোহিনুর নামে দুই জন ব্যক্তি উপজেলার বাড়বকুণ্ড সেবা পেট্রোল পাম্প থেকে জোড়ামতল যাওয়ার উদ্দেশ্য একটি সিএনজি উঠে সিএনজিটি ছোট কুমিরা বাজার অতিক্রম করে গেলে সিএনজি ড্রাইভারের পাশে বসা দুই জন ব্যক্তি গাড়ি চলা অবস্থায় তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে তাদের থেকে মোবাইল ফোন, টাকা,
ও স্বর্ণের গহনা নিয়ে তাদের গাড়ি থেকে ফেলে দেয়। পরে তাদের দুই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৭ নবেম্বর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন মদনহাট এলাকায় আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরির রড তৈরির কাঁচামাল আমদানি করা লোহার স্ক্র্যাপ বহনকারী বিসমিল্লাহ ট্রান্সপোর্টের মালিকানাধীন ঢাকা মেট্রো-ট-১৩-০২৮৪ ট্রাকটি বন্দর থেকে বোঝাই করে সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটাস্হ আবিল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরিতে যাওয়ার পথে মদনহাট বাজারে আসার পর ট্রাকের ড্রাইভারকে জিম্মি করে ডাকাতদল কর্তৃক ছিনতাই করা হয়।পরে সীতাকুণ্ড মডেল থানার একটি টিম স্ক্র্যাপসহ ট্রাকটি বায়েজিদ স্টিলের স্ক্র্যাপ আনলোডিং পয়েন্ট থেকে উদ্ধার করে। এই সব চুরি,ডাকাতি,ছিনতাই বৃদ্ধি পাওয়ায় সাধারণ জণগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে, সীতাকুণ্ড মডেল থানার ওসি মো:মুজিবুর রহমান জানান,সীতাকুণ্ড ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে মহাসড়কে ছিনতাই, ডাকাতি,
চুরির ঘটনার খবর পেলে আমরা সাথে সাথে প্রতিরোধের ব্যবস্তা গ্রহন করছি। এজন্য আমাদের একটি টিম গড়ন করা হয়েছে।
এর মাঝে অনেক ডাকাতকে আটক করেছি।তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা করা হয়েছে এবং হাজতে প্রেরণ করা হয়েছে।
বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।আশা করি ডাকাতি,ছিনতাই,চুরি অনেকটা আগের চেয়ে কমেছে।নিরাপত্তার জন্য আমাদের অভিযান চলমান রয়েছে।