আবদুল কাদের চট্টগ্রাম
হাটহাজারী পৌরসভাধীন ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাগৃতির ২০২৫ ২৬ কার্যকরী সংসদ এর উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে হাটহাজারী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের তৃতীয় থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উক্ত চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় যে সকল শিক্ষার্থী ১ম,২য় ও ৩য় স্থান অর্জন করেছে তাদের মাঝে আজ (২২ শে ফেব্রুয়ারি) রোজ শনিবার সন্ধ্যায় জাগৃতির নিজ কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাগৃতি কার্যকরী সংসদ ২০২৫-২৬ এর সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায় এবং কার্যকরী সংসদ২০২৫ -২৬ এর সম্মানিত সভাপতি মোঃ ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগৃতির সাবেক সভাপতি জাফর আলম চৌধুরী, জাগৃতির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহেদুল আজম, জাগৃতির সিনিয়র সদস্য ও প্রফেসর আবু জাহেদ, জাগৃতির সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ সারোয়ার মাসুদ এবং জাগৃতির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব গিয়াস উদ্দিন বলেন, উত্তর চট্রলার মধ্যে জাগৃতি একটি বৃহৎ সংগঠন, এই সংগঠন জাতীয় বিভিন্ন দিবসে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই সংগঠনের মাধ্যমে অনেক খুদে শিক্ষার্থী তাদের মেধা বিকাশের সুযোগ পাচ্ছে । তাই আমি জাগৃতির আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সুন্দর আয়োজনে আমাকে প্রধান অতিথি করায় আমি নিজেকে ধন্য মনে করছি।
কুইজ প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছে (৬ষ্ঠ -৮ম শ্রেণী) তারা হলেন:
১. মোহাম্মদ মিসবাহ আয়মান (সপ্তম শ্রেণি) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।
২. মোহাম্মদ ফুয়াদ (অষ্টম শ্রেণি) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।
৩. আরাফ মোহাম্মদ আজমাইন (সপ্তম শ্রেণি) সানফ্লাওয়ার প্রিপ্যারেটরী স্কুল।
৪. আব্দুল্লাহ আল হিসাম( অষ্টম শ্রেণি) সানফ্লাওয়ার প্রিপ্যারেটরী স্কুল।
5. মোহাম্মদ জাকির হোসেন (সপ্তম শ্রেণী) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।
6. মোঃ এহসানুল (মুরসালিন) (অষ্টম শ্রেণী) সানফ্লাওয়ার প্রিপ্যারেটরী স্কুল ।
কুইজ প্রতিযোগিতা যারা উত্তীর্ণ হয়েছে(তৃতীয়- ৫ম শ্রেণী) তারা হলেন: ক- বিভাগ ১. শেখ নাহিদ (তৃতীয় শ্রেণি) সানফ্লাওয়ার প্রিপ্যারেটরী স্কুল ।২. মোহাম্মদ হিমেল (তৃতীয় শ্রেণি) হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ।3. বর্ণিল নাথ (তৃতীয় শ্রেণি) হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় খ- বিভাগ ১. জুমাইরা সাইফুল জাহিন (চতুর্থ শ্রেণি) সানফ্লাওয়ার প্রিপ্যারেটরী স্কুল। 2. ইন্দ্রিলা বড়ুয়া সানফ্লাওয়ার প্রিপ্যারেটরী স্কুল ।3. আলিশা করিম জারা (চতুর্থ শ্রেণি) লিডার্স স্কুল এন্ড কলেজ ।রচনা প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছেন: ক-বিভাগ
১. মিফতাহুল জান্নাত (৮ ম শ্রেণী) হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ।
২. সামিহা ফাইজা মিম (৮ম শ্রেণী) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।
৩. কাজী সাদিকা (৮ম শ্রেণী) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় । খ- বিভাগ ১. দিয়া দে আঁখি (নবম শ্রেণী) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ।
2. সিদরাতুল মুনতাহা (নবম শ্রেণী) হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।
3. বিজয়া দে (দশম শ্রেণী) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।