মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামে আর পাহাড় কাটা যাবে না। পাহাড় কাটলে শ্রমিকদের বিরুদ্ধে মামলা হবে না। মালিকের বিরুদ্ধে মামলা করতে হবে। চট্টগ্রামে বইমেলায়
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আয়োজিত বইমেলায় সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনের মুখোমুখি করতে হবে। তখন আর কেউ পাহাড় কাটবে না। পাহাড় যদি না থাকে তাহলে চট্টগ্রামের পরিচয় কি থাকে। কেউ যদি পাহাড় কাটেন তাহলে তা জেলা প্রশাসককে জানাবেন। তিনি কাজ না করলে সিটি করপোরেশনের মেয়রকে জানাতে বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এই আয়োজন চট্টগ্রামের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বইমেলার এই ২৬ দিনের প্রতিটি আয়োজনে আমাদের নিজস্ব শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত গর্বের। বাইরের কোনো শিল্পী নয়, আমাদের সিটি কর্পোরেশনের শিক্ষার্থীরাই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপস্থাপন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজের নেতৃত্ব দেবে। এ ধরনের আয়োজন তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।