স্টাফ রিপোর্টার
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা ঘাসি গ্রাম ইউনিয়ন এর বিল কুমারী বিলে শিয়ারদার টাকা নিয়ে অভয় নামক ব্যাক্তির নয় ছয় করছে। ঘটনা বর্ননা মতে ৫ আগষ্ট এর আগে অভয় বিলের শিয়ালদার কাছ থেকে প্রায় ৪৫০ ব্যাক্তি কাছ থেকে ২০০০০ ও ৫০০০০ টাকা করে শিয়ালদার এর কাছ থেকে টাকা নেয় পরবর্তীতে মৌসুম শেষে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে অনেক শিয়ালদার কেউ ধার করে কেউ গরু বেচাকেনা করে অভয় হালদার কে টাকা দেয়। কিন্তু পরবর্তীতে শে বিলের মাছের অংশ কাউকে না দিয়ে নিজের টাকা আত্মসাতের পাঁয়তারায় ব্যস্ত