মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডে ৭ বছর বয়সী এক শিশুকন্যা ধ-র্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত ব্যক্তি দুলাল ড্রাইভার। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনসাধারণ বারইয়ারহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি বারইয়ারহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং অভিযুক্ত দুলাল ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁ-সির দাবি জানানো হয়। প্রতিবাদী জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এই বিক্ষোভ মিছিল থেকে ‘ধ-র্ষণ প্রতিরোধ মঞ্চ মিরসরাই উপজেলা’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির মূল লক্ষ্য মিরসরাই উপজেলায় নারী ও শিশুর প্রতি যৌ-ন নিপীড়ন ও ধ-র্ষণের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তরুণ ছাত্র নেতা তাহমিদ খান এবং ছাকিব খান, হোসাইন খান, শাহিন চৌধুরী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।