চন্দনাইশ প্রতিনিধি
গত ৬ নভেম্বর গনতান্ত্রিক ছাত্র দলের দক্ষিণ জেলা কমিটি গঠন করা হয়। ওই ৩১ সদস্যের এ কমিটিতে চন্দনাইশ পৌরসভার হাছান মোহাম্মদ আল মাসুদকে আহবায়ক ও পটিয়ার মোহাম্মদ আমিনুল হক তামিমকে সদস্য সচিব করা হয়েছে। গত ১৩ এপ্রিল বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুলের উপস্থিতিতে গণতান্ত্রিক ছাত্র দলের আহ্বায়ক হাসান আল মাসুদ ও সাধারণ সম্পাদক আমিনুল হক তামিম স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেন। আহ্বায়ক হাসান আল মাসুদ বলেন গনতান্ত্রিক ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার কার্যক্রম আরও সুষ্ঠু ও ফলপ্রসূ করার লক্ষ্য এবং সংগঠনের কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের জন্য কাজী মুহাম্মদ আবু নাছের রয়েলকে গনতান্ত্রিক ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হলো আশা করি সেই তার সততা ও দক্ষতা দিয়ে দায়িত্ব পালন করবে।