1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
এসএসসি-০৮ এবং এইচএসসি ১০ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত চট্টগ্রামে ড্রেনে পড়ে  নিখোঁজ শিশুর মরদেহ পাওয়া গেল  ১৪ ঘণ্টা পর  বম ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সেনাবাহিনীর সহযোগীতা মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে পরীক্ষামূলক সি ট্রাক চালু পর্নোগ্রাফি মামলায় জয়পুরহাট আ”লীগ নেতার ছেলে গ্রেপ্তার আমিরাতে কূটনীতিক ও প্রবাসীদের বাংলাদেশিদের নিয়ে মহান স্বধীনতা দিবস উদযাপন ফিলিপনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ গ্রেফতার জামালপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুরে বিএনপি’র সংবাদ সম্মেলন মিঠাপুকুরে শিশুদের সার্বিক কল্যানে প্রাক্তন সফল নিবন্ধিত যুবাদের করনীয় বিষয়ক আলোচনা সভা

চট্টগ্রামে বর্ষবরণে চারস্তরের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর

আবুল কালাম চট্টগ্রাম 
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রাম 

বর্ষবিদায়-বর্ষবরণে প্রস্তুত চট্টগ্রাম।
চট্টগ্রামে পহেলা বৈশাখ ও বর্ষ বিদায় – বর্ষবরণে প্রস্তুত।   এবার চট্টগ্রাম নগরীর  ডিসি হিল, সিআরবি শিরীষতলা ও  চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে নববর্ষের অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে নগর পুলিশ চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে অন্য ইউনিটগুলোও। পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। সবকটি স্পটে জোরদার নিরাপত্তা বলয়ের মধ্যেই হবে বৈশাখের অনুষ্ঠান।

সরেজমিনে রবিবার (১৩ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরের বাদশা মিয়া সড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয় চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারি চত্বরে শিক্ষার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। তৈরি করছেন বর্ণিল রঙে আঁকা নানা প্রতিকৃতি। যার মধ্যে রয়েছে মাছ, ঘোড়া ও মোরগের প্রতিকৃতি, যা থাকবে পহেলা বৈশাখ সকালে বের হওয়া শোভাযাত্রায়। চলছে শেষ মুহূর্তের আচঁড়।

জানা গেছে, প্রতিবছরের মতো এবারও ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজনের জন্য গত ১০ এপ্রিল জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় অনুমোদন দেওয়া হয়। যেখানে সিদ্ধান্ত হয়েছে, সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ‘সীমিত পরিসরে’ অনুষ্ঠান চলবে।  বর্ষবরণের এই আয়োজনে অংশ নেবে ৫০টির বেশি সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠান শুরু হবে সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ছয়টা থেকে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

এদিকে, সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। আজ (রবিবার) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে বর্ষবিদায়ের আয়োজন। পহেলা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠান চলবে ঐতিহ্যবাহী এই শিরীষতলায়।

অন্যদিকে, চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতেও হবে বর্ষবরণের আয়োজন। যে অনুষ্ঠানের তত্ত্বাবধানে রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

প্রতিবারের মতো এবারেও সকাল নয়টার দিকে চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। চট্টেশ্বরী মোড়-আলমাস মোড়-কাজীর দেউড়ি মোড়-এস এস খালেদ রোড-প্রেস ক্লাব ইউটার্ন-সার্সন রোড হয়ে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে শেষ হওয়ার কথা রয়েছে। আর সন্ধ্যায় চারুকলার মুক্তমঞ্চে থাকবে সাংস্কৃতিক আয়োজন। সেখানে স্থানীয় শিল্পীদেও অংশ নেওয়ার কথা রয়েছে।

‘সুনির্দিষ্ট হুমকি নেই’

বর্ষবরণকে ঘিরে অনুষ্ঠানস্থলে কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। নিরাপত্তা নিশ্চিত করতে নগর পুলিশের উদ্যোগে গত বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ কমিশনার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ডিসি হিল, সিআরবি এবং শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠেয় বর্ষবরণ আয়োজকদের সঙ্গে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা বিষয়ে আলোচনা করা হয়।

আজ দুপুরে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম  বলেন, ‘আমরা নববর্ষের সকল অনুষ্ঠানকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। যেসব মূল পয়েন্ট রয়েছে অনুষ্ঠানের—বিশেষ করে শিরিষতলা, সিআরবি, ডিসি হিল এবং শিল্পকলায় আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।’

অনুষ্ঠানস্থল ও আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে বেশ কিছু রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সিআরবিতে একটি কন্ট্রোল রুম থাকবে। সেখানে যেকোনো ধরনের সমস্যা আগত দর্শনার্থীরা জানাতে পারবে। সেখান থেকেই দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ করা হবে।’

নিরাপত্তা ব্যবস্থার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘সব স্পটে আমাদের কে-নাইন ডগ স্কোয়াডের টহল থাকবে। এছাড়া সাদা ও পোশাকধারী পুলিশ এবং র‍্যাবও নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবে। শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার চারুকলায় শেষ হবে। সার্বক্ষণিক ওই শোভাযাত্রায় বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট) ইউনিটের সদস্যরা এবং সাদা পোশাকে পুলিশ থাকবে।’

‘নির্দিষ্ট হুমকি নেই’ জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘অনুষ্ঠানকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো হুমকি নেই। আমরা পুরো অনুষ্ঠানকে সার্বক্ষণিক নিরাপত্তা বলয়ের মধ্যে রাখবো। আশা করছি একটি সুন্দর নবর্ষের অনুষ্ঠান উপহার দিতে পারবো। গোয়েন্দা রিপোর্ট থেকে শুরু করে মোট চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় যেসব ছোট-বড় আয়োজন হবে, সেখানকার লোকাল পুলিশ ওইসব জায়গায় নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে নিয়োজিত থাকবেন।’ 

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রাসেল বলেন, ‘বাংলা নববর্ষের অনুষ্ঠানমালা নিয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

বর্ষবরণ পরিষদের এক সদস্য বলেন, ‘আমরা সংস্কৃতির মানুষ। বৈশাখ আমাদের প্রাণের উৎসব। প্রশাসনের সহযোগিতায় সীমিত সময়ের মাঝেও আমরা এই আয়োজন প্রাণবন্ত করে তুলতে চাই।’

১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বর্ষবরণ উৎসব শুরু হয়। পরে ১৯৯৫ সালে এর নামকরণ হয় ‘মঙ্গল শোভাযাত্রা’। এবার নতুন করে দেওয়া হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com