1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা মহানগরীতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ প্রত্যয় সৃজনশীল মেধা বৃত্তি পরীক্ষা- ২০২৪ ইং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ মাননীয় মৎস্য উপদেষ্টার পরিদর্শন নারী প্রতারনা এক কলঙ্কিত নাম ইউসুফ আলী মোল্লা গোল্ডেন সিটি লিও ক্লাবের কমিটি নির্বাচন : সভাপতি ফরিদ সেক্রেটারি বিথী এসএসসি-০৮ এবং এইচএসসি ১০ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত চট্টগ্রামে ড্রেনে পড়ে  নিখোঁজ শিশুর মরদেহ পাওয়া গেল  ১৪ ঘণ্টা পর  বম ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সেনাবাহিনীর সহযোগীতা মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে পরীক্ষামূলক সি ট্রাক চালু

জব্বারের বলীখেলা  ২৫ এপ্রিল, চলবে তিন দিন 

আবুল কালাম চট্টগ্রাম 
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

বন্দরনগরী চট্টগ্রামের  ঐতিহ্যবাহী মরহু আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলার ১১৬তম আসর শুরু হবে আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) 

বিকেল চারটায় লালদীঘি মাঠে। 

বলীখেলার পাশাপাশি জমে উঠবে তিনদিনব্যাপী বৈশাখী মেলা, যা চলবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত।

বুধবার (১৬ এপ্রিল) মেলা সফল করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আয়োজকদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জনসাধারণের নির্বিঘ্ন চলাচলে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত সড়কে স্টল বসানো যাবে না। স্টল বা দোকান বিক্রি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ আবদুল জব্বার সওদাগর এ বলীখেলার সূচনা করেন। সেই ঐতিহ্য আজও বহন করছে চট্টগ্রামবাসী।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি দক্ষিণ মোহাম্মদ আলমগীর হোসেন, এডিসি মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন, এসি কোতোয়ালী মোহাম্মদ মাহফুজুর রহমান, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল আলম খোরশেদ, মিজানুর রহমান চৌধুরী, রবিউল আলম, মেলা কমিটির সাধারণ সম্পাদক ও মরহুম আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল, বলীখেলার প্রধান রেফারি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি প্রমুখ।

উল্লেখ্য, প্রায় ১১৫ বছর আগে ব্রিটিশবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বদরপাতির বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালের ১২ বৈশাখ শুরু করেছিলেন বলীখেলা। উদ্দেশ্য ছিল—এ অঞ্চলের তরুণদের শারীরিকভাবে প্রস্তুত করা। সেই সূচনার পথ ধরে আজও ১২ বৈশাখ লালদীঘি মাঠে বাজে বলীদের রণহুঙ্কার, আর উৎসবে মাতে চট্টগ্রাম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com