1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা মহানগরীতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ প্রত্যয় সৃজনশীল মেধা বৃত্তি পরীক্ষা- ২০২৪ ইং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ মাননীয় মৎস্য উপদেষ্টার পরিদর্শন নারী প্রতারনা এক কলঙ্কিত নাম ইউসুফ আলী মোল্লা গোল্ডেন সিটি লিও ক্লাবের কমিটি নির্বাচন : সভাপতি ফরিদ সেক্রেটারি বিথী এসএসসি-০৮ এবং এইচএসসি ১০ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত চট্টগ্রামে ড্রেনে পড়ে  নিখোঁজ শিশুর মরদেহ পাওয়া গেল  ১৪ ঘণ্টা পর  বম ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সেনাবাহিনীর সহযোগীতা মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে পরীক্ষামূলক সি ট্রাক চালু

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে আলোচনা সভা ও মানববন্ধন!

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশ কর্তৃক সার্বিক সহযোগীতায় ও উপজেলা প্রশাসন বাঁশখালী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাঁশখালী চট্টগ্রাম এর আয়োজনে বাঁশখালী উপজেলা মিলনায়তনে এক মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে। এরপর বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের এবং ৫ আগস্ট ২০২৪ সালে দেশের পূর্ণ স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী ছাত্র ও জনতার প্রতি সম্মান জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আসিফুল হক চৌধুরী সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাঁশখালী, চট্টগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামশেদুল আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাঁশখালী, চট্টগ্রাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইমরান খান অপু সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) বাঁশখালী, চট্টগ্রাম এবং সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ বাঁশাখালী থানা, চট্টগ্রাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, ডাঃ সব্যচাষী নাথ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, বাশখালী। মুহাম্মদ হারুন মোল্লা, উপজেলা নির্বাচন অফিসার, বাঁশখালী। মোঃ হারুন অর রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বাঁশখালী। মোঃ জহিরুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, বাঁশখালী। কুহেলিকা সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বাঁশাখালী। মোঃ আবু বকর ছিদ্দিক, UPO, বাঁশখালী। আসিফ ইকবাল চৌধুরী, সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এনামুল করিম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, বাঁশখালী। মির্জা মিজানুর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বাঁশখালী। মোঃ শওকতুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার, বাঁশখালী। গাজী ওমর ফারুক চৌধুরী, উপজেলা সমবায় অফিসার, বাঁশখালী। মোঃ মাহবুব আলম, উপ-সহকারী প্রকৌশলী, এলজিইডি, বাঁশখালী।

অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোরশেদ আহমদ, সাবেক সহ-সভাপতি দুপ্রক বাঁশখালী, মোঃ রিয়াজুল করিম সহ সভাপতি দুপ্রক বাঁশখালী, মঞ্জু ভট্টচাৰ্য্য, লায়ন নাছিমুল আহসান চৌধুরী জুয়েল, মাহমুদুল ইসলাম, সুপর্ণা সরমিলা জান্নাত ও দেবী রুদ্র সদস্য দুপ্রক, বাঁশখালী, চট্টগ্রাম। অনুষ্ঠানে বাঁশখালী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগন, সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক্স মিডিয়া, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগণ, সুশিল সমাজের ব্যক্তিবর্গ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও সততা সঙ্গে ছাত্র-ছাত্রী,স্কাউট ও বিএনসিসির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে দুর্নীতির ভয়াবহ প্রভাব, তরুণ প্রজন্মের দায়িত্ব, এবং দুর্নীতির বিরুদ্ধে সমাজে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাবু অসীত সেন।

বীর মুক্তিযোদ্ধা বাবু অসীত সেন বলেন, “আমাদের দেশের স্বাধীনতা দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ার জন্য অর্জিত হয়েছিল। বর্তমান প্রজন্মের উচিত সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করা। দুর্নীতির বিরুদ্ধে জাগ্রত চেতনা সৃষ্টি করতে হলে জাতিকে একসঙ্গে কাজ করতে হবে।”

সভাপতি মোঃ আসিফুল হক বলেন, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের সমাজে দুর্নীতি একটি বড় চ্যালেঞ্জ। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে। এই প্রচেষ্টা কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়, বরং সবার দায়িত্ব। তরুণরা তাদের একতাবদ্ধ ভূমিকার মাধ্যমে একটি শুদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারে।”

প্রধান অতিথি মোহাম্মদ জামশেদুল আলম বলেন, “দুর্নীতির কারণে আমাদের উন্নয়নের গতি বাধাগ্রস্ত হয়। জাতির ভবিষ্যৎকে দুর্নীতির ছোঁয়া থেকে রক্ষা করতে হলে প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে শিক্ষিত তরুণদের ভূমিকা অপরিহার্য।”

প্রধান আলোচক ইমরান খান অপু বলেন, “দুর্নীতি শুধু একটি ব্যক্তিগত অপরাধ নয়; এটি একটি জাতির উন্নয়নের প্রধান প্রতিবন্ধক। আমাদের দেশের তরুণ প্রজন্ম যদি তাদের মেধা, সৎ চিন্তা এবং উদ্যোগকে কাজে লাগায়, তবে দুর্নীতিমুক্ত এক শক্তিশালী ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।” একটি সুশৃঙ্খল, সৎ, এবং নৈতিক সমাজ গঠনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবলমাত্র আইন প্রয়োগের মাধ্যমে নয়, দুর্নীতিকে পুরোপুরি নির্মূল করতে হলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে।”

তিনি তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, “আপনারাই এই জাতির ভবিষ্যৎ। আপনারা যদি সঠিক পথে চলেন, তবে কোনো শক্তি আমাদের দেশকে দুর্নীতিমুক্ত হওয়া থেকে আটকাতে পারবে না। আসুন, আমরা সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করি যে, নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করব এবং এই দেশকে গড়ে তুলব ন্যায়, নীতি, এবং সততার আদর্শে।”
বক্তব্যের শেষাংশে তিনি উপস্থিত সকলকে অনুরোধ করেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে শুধু নিজের জন্য নয়, দেশের প্রতিটি মানুষের জন্য সচেতন হোন। আপনারা যদি সৎ থাকেন, তাহলে আমাদের জাতি দুর্নীতিমুক্ত হতে বাধ্য। একত্রে কাজ করলেই আমরা শুদ্ধতা এবং উন্নতির এক নতুন যুগের সূচনা করতে পারব।”

বিশেষ অতিথি মোঃ জসিম উদ্দিন বলেন, “দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধুমাত্র আইন দিয়ে নয়, সমাজের প্রতিটি স্তরে সৎ নেতৃত্ব তৈরি করতে হবে।”
বিশেষ অতিথি সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “দুর্নীতি শুধুমাত্র ব্যক্তিগত লাভের জন্য নয়, এটি সমাজের জন্য ক্ষতিকর। দুর্নীতির শেকড় উপড়ে ফেলার জন্য আমাদের সাহস ও ঐক্যের প্রয়োজন।”

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তারুণ্যের ভূমিকা এবং নৈতিক শিক্ষা প্রসারে বিভিন্ন কৌশল তুলে ধরেন। উপস্থিত সবাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেন। অনুষ্ঠানটি দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com