রিপোর্ট-তাহমিদ খান
টিউশনিতে যাওয়ার সময় মিরশ্বরাই রেজিস্টার অফিসের সামনে আতঙ্কিতভাবে সন্ত্রাসী হামলার শিকার হয় মিরসরাইয়ের বাসিন্দা ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহাদাত হোসেন শাকিল।
সাহদাৎ হোসেন শাকিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। হামলাকারীরা তার মোবাইল মানিব্যাগ হাতিয়ে নিয়ে গেছে।
এই ঘটনায় আজ দুপুর তিনটা ৩০ মিনিটে শাহাদাত হোসেন শাকিল এর উপর নেক্কারজনক হামলার ঘটনার প্রতিবাদ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিরসরাইয়ের ছাত্ররা।