রিপোর্ট-তাহমিদ খান
সোমবার (২৩ ডিসেম্বর) ভোররাতে উপজেলার মীরসরাই পৌরসদরের মধ্যম তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হাসেম জানান, মধ্যম তালবাড়িয়া বিদ্যালয়ের পূর্ব পাশে একটি জমিতে দেড় মাস আগে লাউগাছ লাগিয়েছিলেন। গত সপ্তাহে কিছু লাউ বিক্রি করি। আজকে সকালে লাউ তুলতে গিয়ে দেখি জমির সব লাউ গাছ কে’টে দিয়েছে। ভোররাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি এখনো জানেন না। এতে তার প্রায় ১ লাখ টাকার ক্ষ’তি হয়েছে বলে জানান তিনি। পূর্ব শ*ত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করছেন কৃষক আবুল হাসেম।