স্টাফ রিপোর্টার।
পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল জোমাদ্দার (৫০) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯’জানুয়ারি-২৫ ইং) তারিখ রাত আনুমানিক আড়াইটার সময় পৌরসভার ৭ নং কলাতলা নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, ৫’আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যা মামলায় আসামি পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইটবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল জোমাদ্দার, পিতাঃ মৃত এছাক জোমাদ্দার। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়, মামলা নং ৬৯৫/২০২৪ ইং ধারা-৩৪,৩০২,১৪৯,১০৯.
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ ইমতিয়াজ হোসেন বলেন ঢাকা যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।